মাসুদুল হকের ‘গৃহপালিত ন্যানো কবিতা’

মাসুদুল হকের ‘গৃহপালিত ন্যানো কবিতা’

মাসুদুল হকের ‘গৃহপালিত ন্যানো কবিতা’

গৃহপালিত ন্যানো কবিতা

১. বনের দিকে যেতে থাকলে নগর থাকে মনে তারচেয়ে বরং বন থেকে আসা ভালো মন থাকবে বনে

২. আগামীকাল আমার বৌ আসবে আমি নিঃসঙ্গ হয়ে যাবো!

৩. খালি কলসি চুরি হয় না শুধু না কি বাজে বেশি ভরা কলস চুরি হয় অথচ তা বাজে না!

৪. ভরা ঘর চুরি হয় না অথচ খালি ঘর রক্ষা পায় না!

৫. শরীর গলিয়ে ঘুম থাকে ঘুমাতে ঘুমাতে একদিন শরীর থাকবে না!

৬. যাকে পাগল বলি সেই তো রাজপথ চালায় তার বাঁশিতেই নগর জাগে!

৭. একটা বাঘিনীর সঙ্গে ঘর করতে করতে আজ আমি এক বুড়ো বাঘ হয়ে উঠেছি!

৮. জেগে উঠবার আগে ফিঙে -ঘুমের মধ্যে স্বপ্নের চোখগুলো ঢেকে রাখি একটু পরে মিথ্যে জগতে ঢুকে যাব!

৯. সংসার রক্তরে মধ্যে লবণ জময়িে দয়ে রক্তরে ভতের গড়ে ওঠা অগ্নি ও লাভায় লবণ জমতে জমতে হয়ে ওঠে নুনপাহাড়!

১০. সংসার এক লবণের বোঝা! গলতে গলতে অবশষে শরীরে মনে রক্তজবা হয়ে ফোটে।

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/literature-and-culture/101792/মাসুদুল-হকের-গৃহপালিত-ন্যানো-কবিতা