আলকাতরার দোকান থেকে টিসিবির পেঁয়াজ জব্দ

আলকাতরার দোকান থেকে টিসিবির পেঁয়াজ জব্দ

আলকাতরার দোকান থেকে টিসিবির পেঁয়াজ জব্দ

হবিগঞ্জে একটি আলকাতরার দোকান থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আমদানি করা ৭ হাজার ৫০০ কেজি পেঁয়াজ জব্দ করা হয়েছে।

বাংলাদেশ

অনলাইন ডেস্ক

হবিগঞ্জে একটি আলকাতরার দোকান থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আমদানি করা ৭ হাজার ৫০০ কেজি পেঁয়াজ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই বিপুল পরিমাণ পেঁয়াজ জব্দ করা হয়।

জানা গেছে, চৌধুরী বাজার এলাকার জনি রায়ের মালিকানাধীন সততা এন্টারপ্রাইজ থেকে এসব পেঁয়াজ জব্দ করা হয়। একই এলাকার ঝুমুর রায় টিসিবির বৈধ ডিলার। তিনি ন্যায্যমূল্যে বিক্রির জন্য আমদানি করা ৩০০ বস্তা পেঁয়াজ সরিয়ে রাখেন চাচাতো ভাই জনি রায়ের মালিকানাধীন সততা এন্টারপ্রাইজে। আলকাতরার দোকানে পেঁয়াজের মজুদ রেখে গোপনে বেচাবিক্রি চলছিল। এ সংবাদ পেয়েই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ জানান, টিসিবির পেঁয়াজ অবৈধভাবে বিক্রির অপরাধে সততা স্টোর সিলগালা করা হয়েছে। সেখানে ৩০০ বস্তায় রাখা প্রায় সাড়ে ৭ হাজার কেজি পেঁয়াজ ও ৯০টি আলকাতরার কন্টেইনার জব্দ করা হয়েছে। জব্দ করা পেঁয়াজ আমদানি করা হয়েছে মিশর ও চীন থেকে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/101783/আলকাতরার-দোকান-থেকে-টিসিবির-পেঁয়াজ-জব্দ