স্বর্ণ জয়ের মিশনে শুরুতেই বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান

স্বর্ণ জয়ের মিশনে শুরুতেই বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান


স্বর্ণ জয়ের মিশনে শুরুতেই বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান

ক্রীড়া প্রতিবেদক, নেপাল থেকে
এবারের এসএ গেমসে বাংলাদেশের যে কয়টি ডিসিপ্লিনে স্বর্ণ জয়ের সমূহ সম্ভাবনা রয়েছে তার মধ্যে ফুটবল অন্যতম। জাতীয় দলের খেলোয়াড়দের বয়স কম হওয়ায় পুরো জাতীয় দলই অংশ নিয়েছে এবারের এসএ গেমসে। সেখানে যথারীতি দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। কোচ জেমি ডে। এসএ গেমস ফুটবলে স্বর্ণ জয়ের মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ। শুরুতেই প্রতিপক্ষ ভুটান। বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় ত্রিপুরেশ^রের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
ভুটানের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো। আর এসএ গেমসের পারফরম্যান্স তো ঈর্ষনীয়। আঞ্চলিক এই প্রতিযোগিতায় কখনো হারেনি বাংলাদেশ। সেই ধারা বজায় রাখতে চায় বাংলাদেশ। যেমনটা বলেছেন বাংলাদেশের ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন, ‘ভুটানের বিপক্ষে অনেকবারই আমরা খেলেছি। তাদের সম্পর্কে আমাদের ভাল ধারণা আছে। তাদের বিপক্ষে সাফে আমরা কখনই হারিনি। নিজেদের সেরা নৈপুণ্যটা দিতে পারলে এবারও তাদেরকে হারাতে পারবো ইনশাল্লাহ।’
তবে কোচ জেমি ডে খাটো করে দেখতে রাজি নন ভুটানকে। ভালো খেলতে পারলে ভুটানকে হারাতে পারবেন বলে জানিয়েছেন তিনি, ‘প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় আছি। দলের সবাই ফিট এবং সুস্থ আছে। ভুটানকে আমরা ঢাকায় সম্প্রতি তিনবার হারালেও এই পরিসংখ্যান নিয়ে ভাবতে চাই না। এখানে তাদের আমরা সমীহই করছি। ভাল খেলতে পারলে আমরা ভুটানকে হারাতে পারবো, এটুকু বলতে পারি।’


তবে গেমসের সূচি নিয়ে তিনি বেশ বিরক্ত। কারণ, বাংলাদেশকে পর পর দুদিন দুটি ম্যাচ খেলতে হবে। অন্যদিকে মালদ্বীপকে খেলতে হবে পর পর তিনটি ম্যাচ। সেটা নিয়ে তারা আপত্তি জানিয়েছে। সেক্ষেত্রে সূচিতে আরো একবার পরিবর্তন আসতে পারে। জেমি ডে বলেছেন, ‘আমি কখনই এ রকম টাইট শিডিউলে ফুটবল হতে দেখিনি।’
১৯৯৯ এসএ গেমসের আয়োজক ছিল নেপাল। সেবার ফুটবলে প্রথমবারের মতো বাংলাদেশ স্বর্ণপদক জিতেছিল। ২০ বছর পর আবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করার সূবর্ণ সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। অন্যদিকে সবশেষ ২০১০ সালে ঘরের মাঠে ফুটবলে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এরপর গেল ৯ বছরে আর স্বর্ণের দেখা পায়নি। এবার কী অপেক্ষার পালা ঘুচবে?
উল্লেখ্য, ভারত এবারের আসরে অংশ না নেওয়ায় পাঁচ দলকে নিয়ে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচগুলো। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল স্বর্ণের জন্য লড়বে। আর তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দুটি দল লড়বে ব্রোঞ্জের জন্য। অংশ নেওয়া দলগুলো হল বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।



কাঠমান্ডু/আমিনুল


from Risingbd Bangla News https://ift.tt/2DMIABv