মোদির বাসভবনে আগুন

মোদির বাসভবনে আগুন

মোদির বাসভবনে আগুন

ঘটনার খবর পেয়েই নয়টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল

আন্তর্জাতিক

কলকাতা প্রতিনিধি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির বাসভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা বেজে পঁচিশ মিনিট নাগাদ দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে এই আগুন লাগে।

প্রধানমন্ত্রীর দফতর সুত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের পাশে এসপিজি রিসেপশন এলাকায় এই আগুন লাগে। যদিও প্রথমে খবর রটে যায়, প্রধানমন্ত্রীর বাসভবনেই আগুন লেগেছে বলে। ঘটনার খবর পেয়েই নয়টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। সাতটা বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

শট সার্কিটের কারনেই এই আগুল লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পিএমওর তরফে  ট্যুইট করে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় লোক কল্যাণ মার্গের এসপিজি সংবর্ধনা স্থানে একটি ছোট্ট আগুন লাগে। তবে প্রধানমন্ত্রীর বাসভবন বা অফিস এতে ক্ষতিগ্রস্থ হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

জানা গিয়েছে, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবাসিক বা অফিস অঞ্চল ছিলো না। তবে এলকেএম কমপ্লেক্সের এসপিজি অভ্যর্থনা অঞ্চল ছিলো।

এমএ/

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/101358/মোদির-বাসভবনে-আগুন