ইউরো ২০২০ : কে কোন গ্রুপে

ইউরো ২০২০ : কে কোন গ্রুপে


ইউরো ২০২০ : কে কোন গ্রুপে

ক্রীড়া ডেস্ক
ইউরো ২০২০ আসরে কঠিন গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। পর্তুগিজরা তাদের গ্রুপে সঙ্গী হিসেবে পেয়েছে গতবারের রানার্সআপ ফ্রান্স ও তিনবারের চ্যাম্পিয়ন জার্মানিকে।
রোমানিয়ার রাজধানী বুখারেস্টে শনিবার ইউরোর ড্র অনুষ্ঠিত হয়।
আগামী বছরের ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত ইউরোপের ১২টি দেশের ১২টি শহরে হবে এই প্রতিযোগিতা। অংশ নেবে ২৪টি দল।
বাছাইপর্ব থেকে নিশ্চিত হয়েছে প্রতিযোগিতার ২০ দল। আগামী বছরের মার্চে হতে যাওয়া প্লে-অফ থেকে নিশ্চিত হবে বাকি চারটি দল।
১২ জুন রোমে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইতালি ও তুরস্ক।
কে কোন গ্রুপে:
গ্রুপ ‘এ’ : ইতালি, তুরস্ক, ওয়েলস, সুইজারল্যান্ড
গ্রুপ ‘বি’: বেলজিয়াম, রাশিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড
গ্রুপ ‘সি’: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, প্লে-অফ ‘ডি’ জয়ী
গ্রুপ ডি: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, প্লে-অফ ‘সি’ জয়ী
গ্রুপ ‘ই’: স্পেন, পোল্যান্ড, সুইডেন, প্লে অফ ‘বি’ জয়ী
গ্রুপ ‘এফ’: জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, প্লে-অফ ‘এ’ জয়ী

ঢাকা/পরাগ


from Risingbd Bangla News https://ift.tt/2qRnP4N