লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলা, নিহত ১

লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলা, নিহত ১

লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলা, নিহত ১

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে বেশ কয়েকজন ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সন্দেহভাজন একজন হামলাকারী নিহত হন।

লন্ডনের পুলিশ একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে।.স্থানীয় সময় শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

লন্ডনে এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে নেদারল্যান্ডসের রাজধানী হেগের প্রধান মার্কেট স্কয়ারের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ছুরিকাঘাতে অন্তত তিনজন আহত হয়েছেন। এই হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, ব্রিজটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে চালু আছে ট্রেন সার্ভিস। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটারে লিখেছেন, তিনি ঘটনা অবগত আছেন ও তৎক্ষণাৎ খবরাখবর নিচ্ছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিররের খবরে বলা হয়েছে, গোলাগুলির ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ভীতি সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বর্ণনা দিয়ে খবরে বলা হয়েছে, হঠাৎ করে সেখানে গোলাগুলি শুরু হয়। অন্তত ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এ সময় পুলিশের গুলিতে এক অস্ত্রধারী নিহত হন। তার হাতে চাকু ছিল।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/97257/লন্ডন-ব্রিজে-সন্ত্রাসী-হামলা-নিহত-১