নুসরাতের জন্মদিনে ছোট ভাইয়ের আবেগঘন স্ট্যাটাস ভাইরাল

নুসরাতের জন্মদিনে ছোট ভাইয়ের আবেগঘন স্ট্যাটাস ভাইরাল

নুসরাতের জন্মদিনে ছোট ভাইয়ের আবেগঘন স্ট্যাটাস ভাইরাল

আগুন সন্ত্রাসের শিকার হয়ে নির্মমভাবে নিহত সোনাগাজীর প্রতিবাদী কন্যা নুসরাত জাহান রাফির জন্মদিন ২০ নভেম্বর।

জার্নাল ডেস্ক

আগুন সন্ত্রাসের শিকার হয়ে নির্মমভাবে নিহত সোনাগাজীর প্রতিবাদী কন্যা নুসরাত জাহান রাফির জন্মদিন ২০ নভেম্বর। ১৯৯৯ সালের এই দিনে নুসরাত সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম একে এম মুছা, মাতার নাম শিরিনা আক্তার।

নুসরাতের জন্মদিনের স্মৃতি রোমন্থন করতে গিয়ে ছোট ভাই রাশেদুল হাসান রায়হান তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘রায়হান তুই আপুরে কিয়া গিফট দিবি-গত বছরের এই দিনে, এই কথাটি বলে, আজ তুই চিরনিদ্রায় শায়িত। দু চোখের অশ্রু ছাড়া দেয়ার মতো কিছুই নেই। শুভ জন্মদিন আপুনি।’

রায়হানের এই স্ট্যাটাসটি পোস্ট করার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, চলতি বছরের ২৭ মার্চ তার নিজের শিক্ষা প্রতিষ্ঠান ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার হাতে শ্লীলতাহানি শিকার হয়ে প্রতিবাদ করতে গিয়ে অধ্যক্ষের অনুগতদের হাতে আগুন সন্ত্রাসের শিকার হয়ে ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মৃত্যুবরণ করেন।

গত ২৪ অক্টোবর আলোচিত এ মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মামুনুর রশীদ এ হত্যা মামলায় মাদরাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ আসামিকে মৃত্যু দণ্ডাদেশ প্রদান করেন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/social-media/96058/নুসরাতের-জন্মদিনে-ছোট-ভাইয়ের-আবেগঘন-স্ট্যাটাস-ভাইরাল