

কালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। সভার প্রধান আলোচক ও সখীপুর-বাসাইল আসনের প্রার্থী জোয়াহেরুল ইসলাম নৌকায় ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন।
জনসভায় উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সদস্য আবদুল করিম, কালিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মীর আমজাদ হোসেন, প্রচার সম্পাদক শফিকুল ইসলামসহ ঐক্যফ্রন্টের অর্ধশতাধিক নেতাকর্মী দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতেই এ দলে যোগদান করেন বলে ইউনিয়ন আওয়ামীলীগের একাধিক নেতাকর্মীরা জানান।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খানের সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার, বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউল মাহমুদ, বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসানসহ প্রমুখ।