সখীপুরে হামলাকারীদের নিন্দা জানিয়ে প্রকৌশলী আতাউল মাহমুদের সংবাদ সম্মেলন

সখীপুরে হামলাকারীদের নিন্দা জানিয়ে প্রকৌশলী আতাউল মাহমুদের সংবাদ সম্মেলন

জুয়েল রানা সখীপুর প্রতিনিধি: গত ২০ নভেম্বর আওয়ামী লীগের মনোয়নয়ন প্রত্যাশী প্রকৌশলী আতাউল মাহমুদের সমর্থক গোষ্ঠির ওপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলামের সমর্থক গোষ্ঠির হামলার নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রকৌশলী আতাউল মাহমুদ। শুক্রবার বিকেল ৩ টায় সখীপুর  প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি বলেন-আমাকে ভালবেসে  আওয়ামীলীগ সমর্থিত আমার এলাকার সহ¯্রাধিক সাধারণ নারী পুরুষ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের লিপলেট বিতরণ করতে সখীপুরে এসে এ হামলার শিকার হন। হামলাকারীরা নির্বিচারে নারীদের লাঞ্চিত করেছে, এ হামলায় বহু নারী পুরুষ আহত হয়েছেন। সাংবাদিকরা ছবি করতে গিয়ে হামলা শিকার হয়েছেন। তাদের ক্যামেরাও ছিনিয়ে নেওয়া হয়েছে।  তিনি এ হামলার সঙ্গে জড়িতদের তীব্র নিন্দা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতাউল মাহমুদ বলেন, কিছু মনোনয়ন প্রত্যাশী সবুজ সংকেত পেয়েছেন বলে দাবি করলেও তা ভিত্তিহীন। এসব বলে দলীয় নেতাকর্মী  ও ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে এখনো কাউকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি। এসময় তিনি নিজের মনোনয়নের পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও দাবি করেন। 

       সংবাদ সম্মেলনে আতাউল মাহমুদের স্ত্রী রুনা লায়লা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান, বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরবেশ আলী, স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান, মহিলা ইউপি সদস্য রেনু বেগম, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সাইদুর রহমান, মজিবর রহমান, ডুয়েট ছাত্রলীগের সাবেক সাধরণ সম্পাদক আতিকুর রহমান নাহিদ, কবি শাহআলম সানি প্রমুখ উপস্থিত ছিলেন।