টাঙ্গাইলদর্পণ নিউজ ডেস্ক :
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি সিএনজি ফিলিং স্টেশনে নিয়ন্ত্রণহীন এক ট্রাকের চাপায় দুই অটোরিকশার ৪ আরোহীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঠাকুরদিঘী সিএনজি অটোরিকশাস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশা চালক কামরুল (৪৫), শাহ আলম (৪০), মোশারফ হোসেন (২৬), দিদারুল আলম (৩৫)।
চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দিন জানান, ঢাকাগামী একটি ট্রাক ওই ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারায় এবং গ্যাসের জন্য সেখানে দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। পরে রেকার এনে ট্রাক সরিয়ে লাশগুলো উদ্ধার করা হয়েছে।