সখীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

সখীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

জুয়েল রানা, সখীপুর প্রতিনিধি: “স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে টাংগাইলের সখীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে স্থানীয় মৎস্য অফিস কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সখীপুর উপজেলায় ছোট-বড় সব মিলিয়ে মোট সরকারি-বেসরকারি পুকুর রয়েছে প্রায় ২ হাজার ৫৮৪টি। ধানের সাথে মাছ চাষ হয় ২টি। উপজেলায় মোট মাছ উৎপাদন হয় প্রায় ৩২০০ মে.টন। এর মধ্যে প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন হয় ১৬৭ মে. টন ও বিভিন্ন পুকুর, দিঘী, নিচু জমিতে চাষের মাধ্যমে উৎপাদন হয়  ৩০৩৩ মে. টন।

এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক মামুন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হকসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা।