দেশব্যাপি চলছে কোরিয়ার রেজিস্ট্রেশন, সহজলভ্য ইন্টারনেট-বাড়িতেই হচ্ছে আবেদন-মার্কেট ফাঁকা!

দেশব্যাপি চলছে কোরিয়ার রেজিস্ট্রেশন, সহজলভ্য ইন্টারনেট-বাড়িতেই হচ্ছে আবেদন-মার্কেট ফাঁকা!

মো: শরিফুল ইসলাম, বিশেষ প্রতিবেদক, টাঙ্গাইল দর্পণ ডট কম : 


সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও চলছে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার অনলাইন রেজিস্ট্রেশন এর আবেদন। এবার মার্কেট ফাঁকা ভীড় নেই আগ্রহী ব্যক্তিদের। মূলত সহজলভ্য ইন্টারনেটের জন্য বেশির ভাগ মানুষ নিজের বাড়িতে বসেই অনায়াসে করে নিচ্ছেন নিজের অনলাইন আবেদন। এতে করে অনলাইন ব্যবসার সঙ্গেযুক্ত ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই অবস্থা চললে মানুষ তার প্রয়োজনীয় কাজকর্ম দোকানে না গিয়ে নিজেদের বাসায়ই করবে। যা ব্যবসায়ীদের জন্য আর্থিক হুমকির সম্মূখীন।  

একজন ব্যবসায়ীর ব্যবসার মূল শক্তি কাস্টমার বা ক্রেতা। যদি তারা সঠিক সময় সঠিক কাস্টমার বা ক্রেতা না পায় তা তার জন্য মানসিক ও আর্থিক ক্ষতি।  তাইতো তারা একে অপরের সাথে গল্প করে সময় পার করছে। তবে তারা আশাবাদী এই সমস্যার সমাধান শীঘ্রই হবে।