একুশে বইমেলায় ঘাটাইলের মাহমুদুল হাসানের উপন্যাস 'বিভূতির ভূষণ' প্রকাশিত

একুশে বইমেলায় ঘাটাইলের মাহমুদুল হাসানের উপন্যাস 'বিভূতির ভূষণ' প্রকাশিত

স্টাফ রিপোর্টার:
একুশে বইমেলায় ঘাটাইলের মাহমুদুল হাসানের উপন্যাস 'বিভূতির ভূষণ' প্রকাশিত

চলছে অমর একুশে গ্রন্থমেলা। এবারের মেলাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চাঁন্দশী গ্রামের তারুণ লেখক মাহমুদুল হাসানের উপন্যাস 'বিভূতির ভূষণ' বুধবার (১৪ ফেব্রুয়ারী)প্রকাশিত হয়েছে। 

ভূমিপ্রকাশ প্রকাশনীর ব্যানারে প্রকাশিত তরুণ এই কবির উপন্যাস টি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার সাহিত্য বিকাশ এর ১৫৬-১৫৭ নং স্টলে।

১৭৬পৃষ্ঠার বইটিতে রয়েছে অদ্ভুতুড়ে চমকপ্রদ কিছু ঘটনার মেলবন্ধন। দুই মলাটের মাঝে আঁকা হয়েছে মানুষের অসহায়ত্ব ও হিংস্রতা, সাথে আছে শাশ্বত অনুভূতি-প্রেমও।  কোনো একভাবে ঘটনার সাথে জড়িয়ে আছেন কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঝালকাঠির ছোট্ট একটা গ্রামে ঘটে যাওয়া অতিপ্রাকৃত আর রহস্যময় ঘটনার জগত ।

লেখক মাহমুদুল হাসান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চাঁন্দশী গ্রামের মোঃ দুলাল মিয়ার একমাত্র ছেলে।  সে টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট এর  ২০১০-১১ বর্ষের শিক্ষার্থি ।
লেখক মাহমুদুল হাসান বলেন, আমি ছোট থেকেই  লেখা-লেখি করি।  এখনো নিয়মিত লিখতে চাই। সমস্তঅন্যায়ের বিরুদ্ধে লেখনি শক্তিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাই ।এবার প্রকাশিত আমার প্রথম উপন্যাস 'বিভূতির ভূষণ' আশাকরি বইটি সবার কাছে ভালো লাগবে।