সখীপুরে বেতুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৭

সখীপুরে বেতুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৭

সখীপুরে বেতুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৭

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের সখীপুরে বেতুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেতুয়া স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আবু সাঈদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্ভোধন করেন ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর ভাইস  প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নবীন ও তরুন প্রজন্মের শিক্ষার কোন বিকল্প নাই। আগামীতে ডিজিটলি বাংলাদেশ বির্নিমানের কারিগর হচ্ছে আজকের প্রজন্ম। বরেন্য অতিথি হিসাবে ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা। তিনি তার বক্তব্যে বলেন দেশ এখন এগিয়ে যাচ্ছে শিক্ষার পরিবেশ ও অবকাঠামো উন্নয়নের মধ্যে দিয়ে। তিনি শিক্ষামন্ত্রীর বরাদ দিয়ে বলেন এ বছর প্রত্যেক উপজেলায় ২০টি স্কুল ও ৬টি মাদ্রাসা তাদের ভৌত-অবকাঠামো উন্নয়নের সুবিধা পাবে।

সখীপুরে বেতুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৭

এছাড়াও অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান শওকত সিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, সখিপুর আবাসিক অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রেনুবর রহমান ও বাংলাদেশ শিক্ষক সমিতির সখিপুর শাখার সভাপতি শহিদুল ইসলামসহ প্রমুখ।

সন্ধ্যায় ভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।