মাভাবিপ্রবিতে দিনব্যাপী আইকিউএসি’র ওয়ার্কসপ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে দিনব্যাপী আইকিউএসি’র ওয়ার্কসপ অনুষ্ঠিত



মোঃ সাইফুল ইসলাম মজুমদার, মাভাবিপ্রবি প্রতিনিধি :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘Team Building and Self Assessment Process at Program Level in Mawlana Bhashani science and Technology University’’ শীর্ষক ওয়ার্কসপ ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।


 
বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী  কমিশনের উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) অধীনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  Institutional Quality Assurance Cell (IQAC)  এর উদ্যোগে সকাল ৯ টায় দিনব্যাপী আয়োজিত ওয়ার্কসপে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডীন ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ড. মোহাম্মদ মতিউর রহমান ও বিজ্ঞান অনুষদের ডীন ড. পিনাকী দে। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্কসপের সভাপতি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. এ. কে. এম. মহিউদ্দিন।