নেইমারের জন্য বিশ্বরেকর্ড গড়তে চান মরিনহো

নেইমারের জন্য বিশ্বরেকর্ড গড়তে চান মরিনহো


স্পোর্টস ডেস্ক :

ফুটবলে ট্রান্সফার ফির ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার কে? উত্তর- পল পগবা। ১১ কোটি ইউরোর (৮৯.৩ মিলিয়ন পাউন্ড) বিনিময়ে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান ফরাসি এই মিডফিল্ডার। তবে নেইমারের জন্য নিজেদের দখলে থাকা এই বিশ্বরেকর্ড ভাঙতে চান ম্যানইউ কোচ হোসে মরিনহো।

ইতোমধ্যে ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন মরিনহো। ইংলিশ মিডিয়ার খবর এমনই। তবে পর্তুগিজ কোচের জন্য কাজটি কি সহজ হবে? কেননা ২০২১ সাল পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি রয়েছে বার্সেলোনার।

ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, নেইমারকে দলে টানতে তার বাই-আউট ক্লজ হিসেবে ১৮০ মিলিয়ন পাউন্ড খরচ করতে হবে ম্যানইউকে। যদি আরও এক বছর সময় নেয়, অর্থাৎ আগামী মৌসুমে তাকে পেতে হলে খরচ বেড়ে দাঁড়াবে ২০০ মিলিয়ন পাউন্ডে।

এর পরের বছর হলে ট্রান্সফার-ফি দাঁড়াবে ২২৫ মিলিয়ন পাউন্ড। এভাবে ২০২১ পর্যন্ত জ্যামিতিক হারে নেইমারের ট্রান্সফার-ফি বাড়তে থাকবে।