শিক্ষামন্ত্রী বেতসী ডেভোস স্কুল সফর করতে গিয়ে প্রতিবাদের মুখে পড়েন

শিক্ষামন্ত্রী বেতসী ডেভোস স্কুল সফর করতে গিয়ে প্রতিবাদের মুখে পড়েন

ছবি : ভয়েস অব আমেরিকা।


আন্তর্জাতিক ডেক্স :

যুক্তরাষ্ট্রের নতুন শিক্ষামন্ত্রী বেতসী ডেভোস শুক্রবার প্রথমবার ওয়াশিংটন ডিসির একটি স্কুল সফর করতে গিয়ে প্রতিবাদের মুখে পড়েন।

শিক্ষা মন্ত্রনালয় কার্যালয় থেকে এক মাইলের একটু বেশী দূরে জেফারসন মিডল স্কুল একাডেমী সফর করেন তিনি। সেখানে অবস্থানরত প্রতিবাদকারীদের ভীড়ে কিছুক্ষনের জন্য তাঁকে গাড়ীতে অপেক্ষা করতে হয়। পরে নিরাপত্তা প্রহরায় তিনি স্কুলে প্রবেশ করেন। প্রতিবাদকারীদের একজন পুলিশের ওপর হামলা করায় তাকে গ্রেফতার করা হয়।

শিক্ষা মন্ত্রনালয় কর্মকর্তারা প্রতিবাদকারীদের সমালোচনা করে বলেন নতুন শিক্ষামন্ত্রী শিক্ষক ছিলেন না; তবে তিনি একজন ধনী শিক্ষা কর্মী। তাকে পরিস্থিতি বুঝে ওঠার সুযোগ দেয়া উচিৎ।

ওয়াশিংটন মেয়র মুরিয়েল বাওজার টুইটারে বলেন বেতসীকে স্বাগতম। স্বাগতম অন্য যে কাউকে যিনি আমাদের স্কুল সম্পর্কে জানতে আগ্রহী।

পরে বেতসী ডেভোস সাংবাদিকদের বলেন তাঁর প্রথম স্কুল সফর গুরুত্বপূর্ন ছিল এবং তিনি তা উপভোগ করেছেন।

তথ্যসূত্র : ভয়েস অব আমেরিকা।