নিহত এমপি লিটনের আসনে উপনির্বাচন ২২ মার্চ

নিহত এমপি লিটনের আসনে উপনির্বাচন ২২ মার্চ


স্টাফ রিপোর্টার :

সন্ত্রাসী হামলায় নিহত গাইবান্ধার সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের আসনে আগামী ২২ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুসারে মনোনয়ন জমা দেয়ার শেষ সময় ১৯ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ২২ ফেব্রুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১ মার্চ।

বিদায়ের তিনদিন আগে গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে কাজী রকিব কমিশন। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে ভোটগ্রহণের এ দিনক্ষণ ধার্য করা হয়। নতুন কমিশন দায়িত্বে নেয়ার পর ভোটগ্রহণ শুরু হবে।

ইসি কর্মকর্তারা জানান, রংপুর বিভাগীয় নির্বাচন কর্মকর্তা এ নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। এ আসনে ভোটার তিন লাখ দুই হাজার ৮৫৩ জন।

গেল বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মনজুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের ছোট বোন তাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

এ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবীব মাসুদসহ আটজনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়েছে। এছাড়া ৪০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।