নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২


স্টাফ রিপোর্টার :

নরসিংদীর বেলাবোর দড়িকান্দিতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২-তে দাড়িয়েছে। এর আগে, আজ রবিবার সকালে ঘটনাস্থলেই মারা যান ১১ জন। আহত হয়েছেন কমপক্ষে ৯জন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেলে আনা হলে মারা যান আরও একজন। মরদেহ নিয়ে নিকলীর ছাতিরচরে পৌঁছেছেন স্বজনেরা।

নিকলীর ছাতিরচরে মেলায় অংশ নিতে একসঙ্গে ১৪ জন বাড়ি যাচ্ছিলেন মাইক্রোবাসে। সকাল ৮টার দিকে নরসিংদীর দড়িকান্দিতে, ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ। ঘটনাস্থলেই মারা যান ১১ জন। এদের চারজন এক পরিবারের, আরেক পরিবারের তিনজন। দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে ৩ জনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। স্বজনেরা জানান, তারা কাজ করতেন রাজধানীর কামরাঙ্গীচরে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বাসটি বিপরীত লেনে ঢুকে গেলে ঘটে দুর্ঘটনা। ঘটনা তদন্তে নরসিংদীর অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোজাম্মেল হককে দায়িত্ব দিয়েছে জেলা প্রশাসন। উল্লেখ্য গতকাল শনিবার ফরিদপুর, গাজীপুর, নাটোর, রাজশাহী, মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ২৫ জন।