সখীপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা

সখীপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা


জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :  সখীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রণোদনা দেওয়া হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার তিনটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ চাষিকে সরিষা, মাসকালাই ও শাক-সবজির বীজ এবং বিভিন্ন ধরনের সার বিতরণ করা হয়। গতকাল বুধবার বিকেলে নিজস্ব মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব উপকরণ বিতরণ করে। ইউএনও এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ অনুপম শাহজাহান জয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার ও টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হাশিম।

 উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফায়জুল ইসলাম ভূইয়া জানান, প্রণোদনা সামান্য হলেও চাষিরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।