হন্ডুরাসে বন্দুকধারীদের গুলিতে নিহত ৮

হন্ডুরাসে বন্দুকধারীদের গুলিতে নিহত ৮

হন্ডুরাসে বন্দুকধারীদের গুলিতে নিহত ৮

আন্তর্জাতিক ডেক্স : মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের বন্দুকধারীদের হামলায় ৮ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী তেগুসিগালপারের কাছে রবিবার এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তি একটি ট্রাকে করে এসে রাইফেল ও পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি চালায় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। পুলিশ বলছে, প্রাথমিকভাবে অপরাধী চক্রের মধ্যে বিবাদের জেরেই নিহতের এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

এই ঘটনার বেশ কয়েক ঘণ্টা আগে শনিবারে লা রোসার কাছে ২ জন নিহত ও ৫ জন আহত হন। এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে প্রতিপক্ষ অপরাধীচক্র মারা বারিয়ো ১৮। লা রোসার ঘটনার প্রতিক্রিয়ায় লোস আলতোস দে লোয়ারকিউয়ের ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।

এই অপরাধচক্র দুটি চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং ভাড়াটে খুনির কাজ করে থাকে। দেশটির প্রধান শহরগুলোর কাছাকাছি এলাকায় নিয়ন্ত্রণ বিস্তার নিয়ে দুটি গোষ্ঠীই পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়।