টেকনাফে দুর্বৃত্তের গুলিতে আনসার কমান্ডার নিহত সখীপুরে লাশ দাফন

টেকনাফে দুর্বৃত্তের গুলিতে আনসার কমান্ডার নিহত সখীপুরে লাশ দাফন

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরের নিরাপত্তায় নিয়োজিত আনসার ক্যাম্পের কমান্ডার আলী হোসেনের (৫৫) লাশ দাফন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জানাজা শেষে আলী হোসেনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর কেন্দ্রীয় গোরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটায় আলী হোসেনের লাশ একটি অ্যাম্বুলেন্সে করে সখীপুরে পৌঁছায়। কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের নিরাপত্তায় নিয়োজিত আনসার ক্যাম্পে গত বৃহস্পতিবার রাতে ২০-২৫জনের একদল দুর্বৃত্ত  অস্ত্র ও গুলি লুট করার উদ্দেশে হামলা করলে আলী হোসেন বাধা দেয়। ওই সময় দুর্বৃত্তরা আলী হোসেনকে গুলি করে হত্যা করে ওই ক্যাম্প থেকে ১১টি অস্ত্র ও ৬৭০টি গুলি লুট করে পালিয়ে যায়। আলী হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শৌখিন মোড় এলাকায়। বাবার নাম মৃত শুকুর আলী। নিহত আলী হোসেনের ছোট ভাই বাউল শিল্পী আবুল সরকার জানান, সকালে লাশ পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। এলাকার লোকজন এক নজর লাশ দেখতে বাড়িতে ভিড় করে। লাশ দাফন করার জন্য  লাশের সঙ্গে আসা আনসার বাহিনির দুই সদস্য নগদ ৩০ হাজার টাকা আমাদের কাছে দিয়ে গেছে। আলী হোসেনের স্ত্রী সাজেদা বেগম  বলেন, আমার এক ছেলে শওকত আলী সুজন এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। মেয়ে সুমা আক্তার এসএসসি পাশ করলো। এখন ওদের বাবা নেই। ভিটেবাড়ি ছাড়া কোনো জমি-জমাও নেই। সংসারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি ছিল ওদের বাবা। ওদের পড়াশোনার খরচ এখন কে চালাবে ? দুই ছেলে মেয়েকে নিয়ে ওদের বাবা অনেক স্বপ্ন দেখতো। এখন ওদের নিয়ে কে স্বপ্ন দেখবে, কে পূরণ করবে ওদের আশা। কে ওদের ভরসার বানী শোনাবে। আলী হোসেনের স্ত্রী এখন দিশেহারা ।