সখীপুরে কৃষকদের বীজ, সার ও সেক্স ফেরোমন ফাঁদ বিতরণ

সখীপুরে কৃষকদের বীজ, সার ও সেক্স ফেরোমন ফাঁদ বিতরণ

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের বিনামূল্যে বীজ, সার ও বিষমুক্ত সবজি উৎপাদনে ‘সেক্স ফেরোমন ফাঁদ’ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কমলা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খরিপ মৌসুমে আউস প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭০জন চাষিকে এসব উপকরণ বিতরণ করে। ইউএনও এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয়। এছাড়াও ওই অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার ও উপজেলা কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূইয়া উপস্থিত ছিলেন। প্রত্যেক চাষিকে পাঁচ কেজি ধানের বীজ ও ৪০ কেজি (ইউরিয়া, ডিএপি ও পটাশ) করে সার  বিতরণ করা হয়।

ওই অনুষ্ঠানে কুমড়াজাতীয় ফসলের মাছি পোকা দমন ও বিষমুক্ত সবজি উৎপাদনে ২০জন চাষিকে বিনামূল্যে ২০টি ‘সেক্স ফেরোমন ফাঁদ’ বিতরণ করা হয়। এদিকে ওই অনুষ্ঠানে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধির লক্ষে উপজেলার পাঁচজন চাষিকে ধনিয়ার বীজ বিতরণ করা হয় ।