টাঙ্গাইলে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত

টাঙ্গাইলে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :  টাঙ্গাইলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে “শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ কর্মসুচীর” আওতায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাছিমা বেগম।

কনফারেন্সে মুল প্রবন্ধ উপস্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ডাঃ মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন। কনফারেন্সে বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কাজী-পুরোহিত, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।