আন্তর্জাতিক ডেস্ক :  ইরাকের রামাদি শহরের উত্তরাঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী গাড়ি বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর অন্তত ১৮ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে ওই হামলার ঘটনা ঘটেছে।

গত মাসে রামাদি থেকে আইএসকে সেনাবাহিনী হটিয়ে দেয়ার পর থেকে পাল্টা হামলা চালিয়ে আসছে এ জঙ্গিগোষ্ঠীটি।

সেনাবাহিনীর একটি সূত্র আলজাজিরাকে বলেন, মঙ্গলবার সকালের দিকে আনবার প্রদেশের রাজধানী থেকে কয়েক কিলোমিটার দূরে আল-বু ধিয়াব শহরে হামলার ঘটনা ঘটেছে।

সেনাবাহিনীর ৩৯ ব্রিগেডের সদস্যদের লক্ষ্য করে তিন আত্মঘাতী হামলাকারী বোমা হামলার চেষ্টো করে। এ সময় অ্যান্টি ট্যাংক মিসাইলের মাধ্যমে আইএসের দুটি গাড়ি ধ্বংস করে সেনাবাহিনী। তবে তৃতীয় হামলাকারী সেনা সদর দফতরের প্রধান ফটকের সামনে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এতে ১৮ সেনাসদস্যের প্রাণহানি ঘটে।
Share To:

Tangail Darpan

Post A Comment: