২৮ তারিখের মধ্যে ঢাকা কলেজ ছাত্রদলের কমিটি পুনঃর্গঠনের আল্টিমেটাম

২৮ তারিখের মধ্যে ঢাকা কলেজ ছাত্রদলের কমিটি পুনঃর্গঠনের আল্টিমেটাম

রাজনীতি ডেক্স : গত  বুধবার সকালে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের বিদ্রোহীদের একটি প্রতিনিধি দল বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদের সাথে তার আদাবর বাসভবনে সাক্ষাত করেন। এসময় প্রতিনিধি দলের নেতারা রিজভী আহমদকে বলেন, ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিতে রাজপথের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি, অনিয়ম ও ভাগাভাগির মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। 

আগামী ২৮/০২/২০১৬ তারিখের মধ্যে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের কমিটি পুনঃর্গঠন করার জন্য আল্টিমেটাম দেন। প্রতিনিধি দলের নেতারা রিজভী আহমেদের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরাবর একটি লিখিত অভিযোগপত্রও দেন। এসময় ঢাকা কলেজ শাখা ছাত্রদলের বিদ্রোহী নেতাদের আশ্বস্ত করে রিজভী আহমেদ বলেন, এ ব্যাপারে আমি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে আলাপ-আলোচনা করবো। 

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের প্রতিনিধিদের ভিতরে উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আলম বিপ্লব, নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন ও ঢাকা কলেজের মাদবর মোহাম্মদ রাসেল।