দক্ষিণ চীন সাগরে উত্তেজনা কমাতে ‘বাস্তবসম্মত পদক্ষেপ’ নেয়ার আহ্বান ওবামার

দক্ষিণ চীন সাগরে উত্তেজনা কমাতে ‘বাস্তবসম্মত পদক্ষেপ’ নেয়ার আহ্বান ওবামার


আন্তর্জাতিক ডেক্স : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চীন সাগরে অবস্থিত দ্বীপ ও জলসীমার মালিকানাকে কেন্দ্র করে চলমান উত্তেজনা কমাতে মঙ্গলবার ‘বাস্তবসম্মত পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানিয়েছেন। বেইজিং বিরোধপূর্ণ ওই এলাকার দ্বীপপুঞ্জ ও বিরাট একটি জলসীমানার মালিকানা দাবি করায় ওয়াশিংটনের দক্ষিণ-পূর্ব এশিয়ার মিত্ররা ক্ষুব্ধ হয়েছে।


 
ওবামা ক্যালিফোর্নিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে বলেন, ‘ওই অঞ্চলটির মালিকানা দাবি করছে যারা তাদের মধ্যকার যে কোন ধরনের বিরোধের অবশ্যই শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে।’-বাসস।