বাংলাদেশে কন্যা শিশুর সংখ্যা ২ কোটি ৯১ লাখ ৮১ হাজার : পরিকল্পনা মন্ত্রী

বাংলাদেশে কন্যা শিশুর সংখ্যা ২ কোটি ৯১ লাখ ৮১ হাজার : পরিকল্পনা মন্ত্রী

বিশেষ প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আদমশুমারি ও গৃহগণনা অনুযায়ী ২০১৬ সালে বাংলাদেশে শূন্য থেকে ১৭ বছর বয়সী কন্যা শিশুর সংখ্যা ২ কোটি ৯১ লাখ ৮১ হাজার।
তিনি আজ সংসদে জাসদের সদস্য লুৎফা তাহেরের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘আদমশুমারি ও গৃহগণনা ২০১১ এ প্রস্তুত করা পপুলেশন প্রজেকশন ও বাংলাদেশ : ডাইনামিকস অ্যান্ড টেন্ডস (২০১১-২০১৬) অনুযায়ী প্রাক্কলিত (প্রজেক্ট) ২০১৬ সালে ০-১৭ বছর বয়সী বাংলাদেশে কন্যা শিশুর সংখ্যা ২ কোটি ৯১ লাখ ৮১ হাজার।’

তিনি বিগত শুমারির তথ্য উল্লেখ করে বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত আদমশুমারি ও গৃহগণনা ২০১১ মোতাবেক বাংলাদেশের কন্যা শিশুর সংখ্যা ২ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৩৬ জন।

তিনি বলেন, বরিশাল বিভাগে ১৬ লাখ ৬৪ হাজার ৩১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ লাখ ৬১ হাজার ৩৫জন, ঢাকা বিভাগে ৮৭ লাখ ২৬ হাজার ৫১৯ জন, খুলনা বিভাগে ২৬ লাখ ৯৪ হাজার ৩৮২ জন, রাজশাহী বিভাগে ৩১ লাখ ৯৮ হাজার ৬২ জন, রংপুর বিভাগে ২৯ লাখ ৫৯ হাজার ৯৬৭ জন এবং সিলেট বিভাগে ২২ লাখ ৯ হাজার ৫২ জন কন্যা শিশু রয়েছে।-বাসস।