১৪তম দিনে মাদ্রাসাশিক্ষকদের অবস্থান ধর্মঘট

১৪তম দিনে মাদ্রাসাশিক্ষকদের অবস্থান ধর্মঘট

শিক্ষাঙ্গণ ডেক্স : ১৪তম দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন করা সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাশিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এ ধর্মঘট পালন করছেন।

জাতীয় স্কেলে বেতন না ঘোষণা করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মোখলেছুর রহমান বলেন, ‘শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে থাকার কথা থাকলেও তারা খোলা আকাশের নিচে অবস্থান করছেন। আন্দোলন করতে গিয়ে আমাদের শিক্ষকরা অসুস্থ হয়ে পড়েছেন। তবুও আজ ১৪ তম দিনে সরকারের কাছে থেকে বেতন স্কেলের কোনো আশ্বাস পাইনি।’

অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম হিরন, শাহজাহান আলী, যুগ্ম মহাসচিব আবু মুসা ভূইয়া ও বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মহাসচিব সাগর আহমেদ শাহীন।