পাবনায় চতুর্থ দিনে বাস ধর্মঘট অব্যাহত : দুর্ভোগে যাত্রীরা

পাবনায় চতুর্থ দিনে বাস ধর্মঘট অব্যাহত : দুর্ভোগে যাত্রীরা

টাঙ্গাইলদর্পণডটকম : পাবনার সব রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শনিবার চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। পাবনা ও শাহজাদপুরে বাস শ্রমিকদের বিরোধের জের ধরে পাবনার বাস মালিক-শ্রমিক সংগঠন এই ধর্মঘটের ডাক দেয়।

বাস মালিক ও শ্রমিকরা জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরে ১২ জানুয়ারি রাজদূত পরিবহনের এক শ্রমিকের সঙ্গে শাহজাদপুরের এক শ্রমিকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ১৩ জানুয়ারি শাহজাদপুরের শ্রমিকরা পাবনার অন্তত ৫০টি গাড়ি ভাংচুর করেন।

এরপর থেকেই নাটোরের বনপাড়া হয়ে পাবনা থেকে ঢাকায় চলাচল করছিল বেশ কিছু বাস।

১০ দিন পরেও এ সমস্যার সমাধান না হওয়ায় বুধবার সকাল ৬টা থেকে বাস মালিকরা ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেন।

আজ শনিবার পাবনা ও শাহজাদপুররে বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর ধর্মঘট বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।