বনানীতে ৪ মানবপাচারকারী আটক

বনানীতে ৪ মানবপাচারকারী আটক

ক্রাইমনিউজ ডেক্স :  রাজধানীর বনানী এলাকা থেকে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র্যা ব। এ সময় তাদের কাছ থেকে ৯০০টি পাসপোর্ট, লিবিয়ার ভিসা আবেদন ফরম, নগদ ১৬ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার রাতে বনানীর বি-ব্লকের ২৩ নং রোডের ১৫ নং বাড়িতে এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. মুরাদ (৫২), মো. রাশেদ হোসেন ওরফে জুয়েল (৩৮), মো. রফিকুল ইসলাম (৫০) ও মো. সালাম (৩৮)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী ও সহকারী পুলিশ সুপার মো. ইয়াছির আরাফাতের নেতৃত্বে র্যা ব-২ এর একটি দল তাদের আটক করেন। বনানীর বি-ব্লকের ২৩ নং রোডের ১৫ নং বাড়িতে এ অভিযান চালানো হয়।

এএসপি ইয়াছির আরাফাত জানান, আটকরা গ্রামের দরিদ্র মানুষকে প্রলোভন দেখিয়ে লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে মোটা অংকের টাকা আদায় করতো। বিদেশ গমনিচ্ছুদের পাসপোর্ট আটকে রেখে ধাপে ধাপে টাকা আদায় করে চক্রটি প্রতারণা করতো।

আটকের সময় তাদের কাছ থেকে ৯০০টি পাসপোর্ট, লিবিয়ার ভিসা আবেদন ফরম, নগদ ১৬ হাজার ১০০ টাকা জব্দ করা হয় বলেও জানান তিনি।