সাইবার থ্রেট রোধে সহায়তার আশ্বাস দিয়েছে ফেসবুক : তারানা

সাইবার থ্রেট রোধে সহায়তার আশ্বাস দিয়েছে ফেসবুক : তারানা

প্রযুক্তি ডেক্স : যে কোনো ধরনের সাইবার থ্রেট রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।এর ফলে আপত্তিকর পোস্ট এবং ঝুকির তথ্য জানতে চাইলে ৪৮ ঘণ্টার মধ্যে তা ফেসবুক কর্তৃপক্ষ জানাবে। 

রোববার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।মূলত গত ১২ জানুয়ারি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের বিস্তারিত তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করেন তারানা।   

তারানা বলেন, আলোচনা ফলপ্রসু হয়েছে। নারীর প্রতি সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ জানালে ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেবে ফেসবুক কতৃপক্ষ। একই সঙ্গে কী ব্যবস্থা নিয়েছে তাও একই সময়ের মধ্যে আমাদের জানাবে তারা।