প্যারিস হামলায় ব্যবহৃত গাড়ি উদ্ধার

প্যারিস হামলায় ব্যবহৃত গাড়ি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক :  ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ব্যবহৃত কালো রঙের একটি সিয়েট গাড়ি উদ্ধার করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় একটি শহরের কাছে ওই গাড়িটি পাওয়া গেছে। এই গাড়িটি ব্যবহার করেই বন্দুকধারীরা রেস্তোরাঁয় হামলা চালায়। রোববার ফ্রান্সের পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় প্যারিসের ছয়টি স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২৯ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আরো অন্তত তিন শতাধিক আহত হয়েছে। এ ঘটনায় সাত হামলাকারীও নিহত হয়েছে।

এদিকে শুক্রবারের ওই হামলার ঘটনায় ওমর ইসমাইল মোস্তাফি নামে ফ্রান্সের এক নাগরিক ও আহমেদ আল মুহামদ নামে এক শরণার্থীর নাম প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় মোস্তাফির বাবা, ভাই ও ভাবিসহ ছয় জনকে আটক করা হয়েছে।

ওমর বাতা ক্লঁ কনসার্ট হলে হত্যাযজ্ঞে অংশ নেয়। শুক্রবারের হামলাকারীদের মধ্যে তাকেই প্রথম সনাক্ত করা হয়। এছাড়া আহমেদ আল মুহামদ প্যারিসের একটি হোটেলে হামলায় অংশ নেয় বলে সার্বিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

তথ্যসূত্র : জাগোনিউজ২৪।