বাংলাদেশে আইএস-এর কোনো অস্তিত্ব নেই: এরশাদ

বাংলাদেশে আইএস-এর কোনো অস্তিত্ব নেই: এরশাদ

নিউজ ডেক্স : দলীয়ভাবে পৌর নিবাচনে মনোনয়ন দেয়া হবে ঘোষণা দিয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, “বাংলাদেশে আইএস-এর কোনো অস্তিত্ব নেই। আইএস পশ্চিমাদের সৃষ্টি। তারাই আক্রান্ত হচ্ছে।”

সোমবার দুপুরে চার দিনের রংপুর সফরে এসে পল্লী নিবাসে তিনি সাংবাদিকদের একথা বলেন।

এরশাদ বলেন, “দেশে আইনশৃংখলা পরিস্থিতির যে অবস্থা তা আল্লাহ ছাড়া উত্তরনের কোনো পথ নেই। যে গণতন্ত্র চেয়েছিলাম, সেই গণতন্ত্র এখন নেই। এখন কথা বলা যায়। নিজের মতো করে দেখা যায় না।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, “খালেদা জিয়ার বিরুদ্ধে এতিম খানার টাকা আত্মসাতের প্রমাণ আছে বলেই তিনি দেশে আসলে তাকে গ্রেফতার করা হতে পারে বলে বলেছি।”

এরশাদ আরো বলেন, “ইউনিয়ন পরিষদ নিবাচন দলীয় প্রতীকে হবে না। সারাদেশে দলীয়ভাবে মনোনয়ন দিয়ে পৌর নির্বাচনে অংশগ্রহণ করা হবে।”

এ সময় তার সাথে ছিলেন তার একান্ত সচিব মেজর (অব.) খালেদ, মহানগর জাতীয় পাটির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা সদস্য সচিব আসিফ শাহরিয়ার, মহানগর সদস্য সচিব এসএম ইয়াসির প্রমুখ।

তথ্যসূত্র : নতুন বার্তা।