জঙ্গি হামলার প্রতিবাদে জাসদের মানববন্ধন

জঙ্গি হামলার প্রতিবাদে জাসদের মানববন্ধন

রাজনীতি ডেক্স : দীপন হত্যাসহ প্রকাশকদের ওপর জঙ্গি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে দলটি।

এ মানববন্ধন কর্মসূচিতে দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানসহ জাসদ কেন্দ্রীয় ও ঢাকা মহানগেরর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মানবন্ধনে শরীফ নুরুল আম্বিয়া বলেন, স্বাধীন বাংলাকে কোনো অবস্থাতেই জঙ্গিবাদের হাতে তুলে দেয়া হবে না। যারা এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকেও রুখে দিতে হবে।

তিনি বলেন, জামায়াত-বিএনপি ও তাদের দোসরাই এ দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্রে নেমেছে। তারা মুক্তমনাসহ সাধারণ মানুষ এবং বিদেশিদের হত্যা করে দেশকে অকার্যকর করার চেষ্টা করছে। সাধারণ জনগণকে সাথে নিয়ে এ অপতৎপরাতার মোকাবেলা করা হবে।