ছাত্রদলের ডাকে টাঙ্গাইলে অর্ধদিবস হরতাল পালন

ছাত্রদলের ডাকে টাঙ্গাইলে অর্ধদিবস হরতাল পালন

বিশেষ প্রতিবেদক : সারাদেশে সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবেই টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদকে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করে। পরে জ্বালাও পোড়াও একটি মামলায় তাকে জেল হাজতে পাঠানো হয়।  তাই প্রতিবাদে আজ বৃহস্পতিবার টাঙ্গাইল শহরে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছিল জেলা ছাত্রদল।

টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক লিখিত একটি একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ হরতালে ডাক দেন। তাই আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত টাঙ্গাইল জেলা শহরের এই হরতাল চলে।

হরতাল চলাকালে শহরের সকল স্কুল কলেজ, অফিস আদালত ও দোকান পাট খোলা ছিল। সকালে যানবাহন কিছুটা কম চলাচল করলেও বেলা বাড়ার সাথে সাথে বেড়ে যায়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ সতর্ক প্রহরায় ছিল, তবে কোথাও কোন প্রকারের সংঘর্ষের খবর পাওয়া যায় নাই।