মিসরে মিসাইল হামলার কবলে ব্রিটিশ বিমান

মিসরে মিসাইল হামলার কবলে ব্রিটিশ বিমান

আন্তর্জাতিক ডেক্স :  মিসরের অবকাশ কেন্দ্র শার্ম আল শেখ এ পৌঁছার আগে ব্রিটিশ পর্যটকবাহী একটি থমসন বিমান মিসাইল হামলার শিকার হয়েছিল বলে খবর প্রকাশ পেয়েছে। শুক্রবার রাতে প্রকাশিত ওই খবরে জানা যায়, বিমানটিতে পাইলটসহ মোট ১৮৯ জন যাত্রী ছিল।
সূত্র : ডেইলি মেইল মিরর

লন্ডন স্ট্যান্সটেড এয়ারপোর্ট সূত্র জানায়, বিমানটিতে প্রায় এক হাজার ফুটের মত একটি ভয়ঙ্কয় মিসাইলের মাধ্যমে হামলা চালানো হয়। তবে পাইলটের বুদ্ধিমত্তায় যাত্রীরা সবাই প্রাণে বেঁচে যায়।

এরপর বিমানটি নিরাপদে অবতরণ করলেও যাত্রীদের কাছে বিষয়টি গোপন রাখা হয়। যাত্রীরা কেউই জানতে পারেননি যে- তারা মৃত্যু থেকে মাত্র কয়েক সেকেন্ড দূরে ছিলেন।

গত শনিবার (৩১ অক্টোবর) মিসরের সিনাই উপত্যকায় রাশিয়ান বিমান বিধ্বস্ত হয়ে ২২৪ জন যাত্রী নিহত হওয়ার ঘটনারও দু’মাস আগে (২৩ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে এমন মুহূর্তে এ খবর প্রকাশ পেলো যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিসরে তাদের বাণিজ্যিক বিমানের সকল ফ্লাইট স্থগিত ঘোষণা করেছেন। তদন্তকারীরা মিসরে বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধান অব্যাহত রেখেছেন। জঙ্গি সংগঠন আইএস বিমান ভূপাতিতের মাধ্যমে ২২৪ জন মানুষ হত্যাকে নিজেদের ‌‘সাফল্য’ দাবি করলেও এটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে বিমানটিতে আদৌ হামলা হয়েছিল কি না!

অপরদিকে মিসরের অবকাশ কেন্দ্র শার্ম আল শেখ থেকে নিজেদের হাজার হাজার পর্যটককে দেশে ফিরিয়ে নেয়ার কাজ শুরু করেছে ব্রিটেন। ব্রিটিশ গোয়েন্দারা ধারণা করছেন, উড়ান শুরুর আগেই বিধ্বস্ত সেই রাশিয়ান বিমানের ভেতরে বোমা রেখে দেয়া হয়েছিলো।

তবে মিসর এবং রাশিয়ার দাবি করছে, বোমা রেখে বা হামলা চালিয়ে বিমানটি ধ্বংস করা হয়েছে- এমন কোনো তথ্য-প্রমাণ এখন পর্যন্ত তাদের কাছে নেই।