ভিডিও বিজ্ঞাপনে শীর্ষে ইউটিউব

ভিডিও বিজ্ঞাপনে শীর্ষে ইউটিউব

প্রযুক্তি ডেস্ক : অনলাইন ভিডিও বিজ্ঞাপনের ক্ষেত্রে বর্তমানে শীর্ষে রয়েছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ সাইটটে টপকে শীর্ষ অবস্থানে রয়েছে ইউটিউব। খবর টাইমস অব ইন্ডিয়া।

১৫ হাজার অনলাইন ভিডিও’র ওপর গবেষণা চালিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ২০১৫ সালের মে থেকে জুলাই পর্যন্ত তিন মাস সময়ে এই ভিডিওগুলো কি পরিমাণ দেখা হয়েছে তা পর্যবেক্ষণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়,  সামাজিক যোগাযোগ সাইটগুলোতে ভিডিও বিজ্ঞাপন দেয়ার ক্ষেত্রে বিজ্ঞাপনদাতাদের ভিডিওটি নিখুঁত হওয়া প্রয়োজন। কোনো ভিডিও অ্যাড আপলোডের প্রথম তিন দিন ফেসবুকে ব্যবহারকারীদের মধ্যে তা খুবই প্রতিক্রিয়া তৈরি করে। তবে এর পরপরই গ্রাহক হারিয়ে ফেলে বিজ্ঞাপন দেয়া প্রতিষ্ঠান। মাত্র ৫ শতাংশ ফেসবুক অ্যাড গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা তৈরি করতে পারে।

অপরদিকে ইউটিউবে আপলোড করা নতুন ভিডিও অ্যাড শুধু ওই ব্র্যান্ড নয় প্রতিষ্ঠানটির অন্য ব্র্যান্ডের পুরনো ভিডিও অ্যাডগুলোরও ভিউ বাড়াতে সহায়তা করে। যা অবশ্যই ওই ব্র্যান্ডের বিক্রি বাড়াতে সহায়তা করে।