টাঙ্গাইল-৪ উপ-নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

টাঙ্গাইল-৪ উপ-নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে দশ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (১১ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল ৪টা পর্যন্ত এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

দুপুর ২টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর পক্ষে তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী মনোনয়নপত্র জমা দেন। একই সঙ্গে নাসরিন কাদের সিদ্দিকী তার নিজের মনোনয়নপত্রও দাখিল করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে, দলের অপর দুই প্রার্থী ইকবাল হোসেন সিদ্দিকী ও হাসমত আলী মনোনয়নপত্র দাখিল করেন।

বেলা সোয়া ৩টার দিকে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী তার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে, জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকী, সৈয়দ মোস্তাক হোসেন রতন (এরশাদ), ন্যাশনাল পিপলস পার্টির ইমরুল কায়েস ও বিএনএফের প্রার্থী আতাউর রহমান খান মনোনয়নপত্র দাখিল করেছেন।

১৩ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২১ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর।