নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা

নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা

টাঙ্গাইলদর্পণডটকম : কানাডীয় কোম্পানি নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক আদালতে (ইকসিক) মামলা করেছে সরকার। আগামী ২-৬ নভেম্বর এই মামলার শুনানি হবে। মামলাটি পরিচালনায় আন্তর্জাতিক মানের আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে শনিবার তিনি এ তথ্য জানান।

ডিআরইউ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ‘ওয়ার্ল্ডওয়াইড নাইকোর অবস্থা ভাল না। বিগত সরকার নাইকোকে কাজ দিয়েছে। নাইকোকে এই গ্যাস ফিল্ডের (টেংরাটিলা) কাজ দেওয়ার সিদ্ধান্তটাই ভুল ছিল।’