হোসেনী দালানে বোমায় আহত আরেকজনের মৃত্যু

হোসেনী দালানে বোমায় আহত আরেকজনের মৃত্যু

টাঙ্গাইলদর্পণডটকম ডেক্স :  রাজধানীর পুরান ঢাকার হোসেনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলায় আহত জামাল উদ্দিন (৫০) নামের আরেকজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেকের আইসিইউর প্রধান অধ্যাপক ডা. আবদুর রহমান বিষয়টি জানিয়েছেন।

জামাল উদ্দিন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সুন্দরদিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি লালবাগ এলাকায় ভাড়া থাকতেন। তার কসমেটিকসের ব্যবসা ছিল।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. খাজা আব্দুল গফুর জানান, জামাল উদ্দিনের মাথায় ক্ষত ছিল।

গত ২৩ অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে হোসেনী দালানের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সাজ্জাদ হোসেন সানজু নামের এক কিশোর নিহত হয়। আহত হয় শতাধিক। আহত লোকজনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবছরের মতো মহররমের রাতে শিয়া সম্প্রদায়ের এ তাজিয়া মিছিলে শামিল হতে সমবেত হয়েছিল শিশু, নারী, বৃদ্ধসহ প্রায় ২৫ হাজার মানুষ।