গ্রিক উপকূলে নৌকাডুবি, উদ্ধার ২৪২ বিদেশগামী

গ্রিক উপকূলে নৌকাডুবি, উদ্ধার ২৪২ বিদেশগামী

আন্তর্জাতিক ডেক্স :  গ্রিসের লেসবস দ্বীপের উত্তরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। বিদেশগামীবাহী ওই নৌকা থেকে বুধবার ২৪২ জনকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। এছাড়া পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুসহ অন্তত তিনজনের। বার্তা সংস্থা খবর রয়টার্স এ খবর দিয়েছে।

দেশটির কোস্টগার্ডের এক মুখপাত্র বলেছেন, আমরা স্পষ্ট জানি না ঠিক কতজন এখনো নিখোঁজ রয়েছেন। অনুসন্ধান চালিয়ে এখন পর্যন্ত এক ব্যক্তি ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি বছর গ্রিক উপকূলে অভিবাসন প্রত্যাশীদের যতগুলো নৌযান দুর্ঘটনার শিকার হয়েছে এর মধ্যে এটাই সবচেয়ে বিপর্যয়কর।

তুর্কি উপকূল থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে লেসবস উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এজিয়ান সাগরের উত্তরাংশটি ইউরোপে যাওয়ার রুট হিসেবে ব্যবহার করে শরণার্থীরা।

গ্রিক শিপিং মন্ত্রী থডোরিস দ্রিতসাস বলেছেন, কোস্টগার্ডের সদস্যরা শরণার্থীদের উদ্ধারে ঝুঁকি নিয়ে প্রশংসনীয় কাজ করেছে। এখন তারা মৃতদের অনুসন্ধান ও উদ্ধারে কাজ চালাচ্ছে। চলতি বছর গ্রিস উপকূল দিয়ে ইউরোপগামী অন্তত: পাঁচ লাখ শরণার্থী প্রবেশ করেছে।