বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক :  তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২ নভেম্বর বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। আর এ সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি।      

দেশের মাটিতে টানা পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারানোর পর এবার ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ে। তবে অন্যদের তুলনায় দুর্বল প্রতিপক্ষ হলেও আসন্ন সিরিজটাকে বেশ ‍গুরুত্বসহকারে দেখছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

এ সম্পর্কে ফারুক আহমেদ বলেন, হোমে আমরা ভালো ক্রিকেট খেলছি। বড় চ্যালেঞ্জ হচ্ছে ফর্মটা ধরে রাখা। জিম্বাবুয়ে সিরিজের পর আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাব। জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টিও আছে। এছাড়া বিপিএল আছে। বিশ্বকাপের আগে এগুলো ‍গুরুত্বপূর্ণ। আসলে প্রতিটা সিরিজই খুব গুরুত্বপূর্ণ। তাই জিম্বাবুয়ে সিরিজসহ প্রত্যেকটি সিরিজই আমরা গুরুত্ব দিয়ে দেখি।