সাভারে যৌতুকের কারণে তরুণীকে হত্যার অভিযোগ

সাভারে যৌতুকের কারণে তরুণীকে হত্যার অভিযোগ

টাঙ্গাইলদর্পণডটকম : সাভারে যৌতুকের কারণে সুরাইয়া আক্তার সিমা নামে এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে। নির্মম নির্যাতনের স্বীকার ওই তরুণী শুক্রবার সাভারের এনাম মেডিকেলে মারা যান।

সুরাইয়া আক্তার সিমা ধামরাই থানার রুপনগর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

নিহতের মা সালমা বেগম জানান, গত ডিসেম্বর মাসে বাসা থেকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করে সাভারের রেডিও কলোনী এলাকার ভাড়াটিয়া সোবাহান মিয়ার ছেলে রাজা (২০)। ওই ঘটনায় একটি মামলা করা হয়।

এদিকে এক পর্যায়ে মেয়ে পক্ষ মান-সম্মানের ভয়ে বিয়ের বিষয়টি মেনে নেয়া হয়। বিয়ে মেনে নেয়ার পর থেকেই রাজা যৌতুকের দাবিতে সুরাইয়ার উপর নির্যাতন শুরু করে বলে অভিযোগ করেন নিহতের মা।

নিহতের মামা সোহাগ বলেন, “নির্যাতনের এক পর্যায়ে সুরুইয়া বুধবার শ্বশুর বাড়িতেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সঙ্গাহীন অবস্থায় সুরাইয়াকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যায় সুরাইয়া।” নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেন সুরাইয়ার মামা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত সুরাইয়ার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান বলেন, “ময়নাতদেন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।” এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।