প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক ঘোষিত মডেল জেলা টাঙ্গাইলের সেবা পদ্ধতি সহজীকরন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক ঘোষিত মডেল জেলা টাঙ্গাইলের সেবা পদ্ধতি সহজীকরন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বিভাস কৃষ্ণ চৌধুরী : প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট এর মহা-পরিচালকের তত্ত্বাবধায়নে টাঙ্গাইল জেলাকে মডেল জেলা করা হয়েছে। মডেল জেলার কার্যক্রমের অংশ হিসেবে সরকারী অফিসের ১০টি সেবা পদ্ধতি সহজীকরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ বিষয়টি জনগনের মধ্যে ব্যাপক প্রচারের জন্য অবহিতকরণ সভা গতকাল রোববার  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনিরা সুলতানার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম চন্দ্র পাল,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সানোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, জেলা পর্যায়ের দপ্তরের প্রধানগন সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্টেকহোল্ডারগন উপস্থিত ছিলেন।