কুষ্টিয়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত

ডেক্স নিউজ : কুষ্টিয়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত।কুষ্টিয়া জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে সুযোগ্য জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন মহোদয়ের সভাপতিত্বে আগস্ট মাসের মাসিক সমন্বয় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কে,এম,রাহাতুল ইসলাম মহোদয়, উপ-পরিচালক, স্থানীয় সরকার জনাব আনার কলি মাহবুব মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)জনাব মোঃ মুজিব-উল-ফেরদৌস মহোদয়, জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবু বকর সিদ্দীক, জেলা সিভিল সার্জন মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের বিভাগীয় প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

গতকাল জেলা প্রশাসকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক, a2i, জনাব কবির বিন আনোয়ার মহোদয়।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সভাটি আরম্ভ হয় এবং জেলার সুযোগ্য জেলা প্রশাসক কুষ্টিয়া সৈয়দ বেলাল হোসেন সম্প্রতি “ডিজিটাল সেবা অ্যাওয়ার্ড-২০১৫” লাভ করায় সকলের পক্ষ হতে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।অতঃপর অতিরিক্ত জেলা প্রশাসক(আই,সি,টি) জনাব মোঃ মুজিব-উল-ফেরদৌস কুষ্টিয়া জেলার সার্বিক আই,সি,টি কার্যক্রমের বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করেন।

জেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো হতে জুলাই মাসে মোট আয় হয়েছে ২৮,৬০,৬৬১ টাকা যা পূর্বের মাস হতে ৫,৬০,৬৬১ টাকা বেশি, ২৬শে জুলাই প্রাপ্ত প্রতিবেদনে দেখা গেছে ৭৪টি ওয়েব পোর্টালের মধ্যে ৫৩টির অসম্পূর্ণতার হার ০%, ১৭টির ১-২%, ২টির ৩-৪%, রেকর্ডরুম ডিজিটালাইজেশনের ক্ষেত্রে জুলাই মাসের প্রতিবেদনে দেখা গেছে মোট ২৭৩০টি নকল আবেদনগ্রহণ গ্রহণের প্রেক্ষিতে মোট সরবরাহকৃত নকল ডিজিটালইজেশনের সংখ্যা ৩০৯৯টি। জাতীয় ই-সেবা কার্যক্রমে ৩৬০০টি ডাক গ্রহণে ৩৮৩৮টি নিষ্পত্তি হয়েছে এবং চিঠিজারীর সংখ্যা ৪৯৭৪টি। মোট ৩৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে মালটিমিডিয়া সরবরাহ করা হয়েছে যার মধ্যে ৩২৬টি সক্রিয় রয়েছে, ডাটাবেসে অন্তর্ভুক্তির হার ৯৮.০৬%, এক্ষেত্রে উপজেলা ভিত্তিক ড্যাশবোর্ড প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ডাটাবেসে অন্তর্ভুক্তির বিষয়ে অনীহা প্রদর্শন করবে তাদের এম,পি,ও বাতিল করা হবে। 

জেলা প্রশাসনের ফেসবুক পেজের ইউজার সংখ্যা ছাড়িয়েছে ৭৮০০ জন, মোট ৭৪টি ইনোভেশন আইডিয়া জেলা ও উপজেলা পর্যায়ে সৃজিত হয়েছে এবং গত ০২/০৮/২০১৫ইং তারিখে জেলা প্রশাসন, কুষ্টিয়া সফলভাবে ইনোভেশন সার্কেল আয়োজন করেছে এবং আগামী ৩-৪ঠা অক্টোবর জেলা প্রশাসনের উদ্যোগে এবং a2i হতে রিসোর্স পারসনের উপস্থিতিতে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ইন-হোম কর্মশালা আয়োজিত হবে।মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা পরিবীক্ষণ সিস্টেম EPROMOS এ সফলভাবে তথ্য সন্নিবেশিত হওয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (আই,সি,টি) সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়াও জেলা প্রশাসক, একটি বাড়ি একটি খামার প্রকল্প, গণপূর্ত বিভাগ, এল,জি,ই,ডি, সওজ, সমাজসেবা, পল্লী বিদ্যুৎ, শিক্ষা প্রকৌশল ইত্যাদি দপ্তরের প্রধানগণের সাথে মত বিনিময় করেন।