বিয়ের আগে শারীরিক সম্পর্কে তৈরি হয় মানসিক ভীতি!

বিয়ের আগে শারীরিক সম্পর্কে তৈরি হয় মানসিক ভীতি!

স্বাস্থ্য ডেস্ক : বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক কোন ভাবেই বৈধ নয়। এটা সব ধর্মে যেমন নিষিদ্ধ তেমনি সামাজিকভাবেও এটি গ্রহনযোগ্য নয়। কিন্তু তাই বলে এটি যে হয় না, তা তো নয়। নানা ভাবে নানা কারণে নানা সম্পর্কের ভিত্তিতে এটি এখনকার ছেলে-মেয়েদের মধ্যে ঘটে চলছে। আর বিষয়টি যেহেতু নিষিদ্ধ তাই এর কিছু খারাপ প্রতিক্রিয়াও আছে। তবে এই খারাপ প্রতিক্রিয়ার শিকার কিন্তু ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি হয়।

বিয়ের আগে শারীরিক সম্পর্কে মেয়েদের মনে তৈরি হতে পারে মানসিক ভীতি। যা তার জীবনকে তছনছ করে দিতে পারে।

বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানে প্রথমবারের মতো যৌন সম্পর্ক স্থাপন। আমাদের দেশের প্রেক্ষাপটে এই কাজটি প্রেমিক যুগলেরা করে থাকে লুকিয়ে, যা পরবর্তীতে একজন নারীর জন্য মানসিক ভীতি বা বিকারের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে অনেক ক্ষেত্রেই প্রেমিকেরা অপ্রাপ্ত বয়স্ক প্রেমিকাকে চাপ প্রয়োগ করে মিলিত হয়ে থাকে। পরে সম্পর্কটি ভেঙে গেলে এসব অনেক মেয়ের ওপর এমন মানসিক চাপ ফেলে, যা ক্রমশ বিকারে রূপ নেয়। যেমন শারীরিক সম্পর্কে অনীহা বা ভীতি, বিবাহভীতি, পুরুষদের প্রতি ঘৃণা বা ভয় ইত্যাদি। এর ফলে যেমন প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে, তেমনি ভাঙন আসতে পারে বিয়ের সম্পর্কেও।