থানচি-মিয়ানমার সীমান্ত পরিদর্শন স্বরাষ্ট্রমন্ত্রীর

থানচি-মিয়ানমার সীমান্ত পরিদর্শন স্বরাষ্ট্রমন্ত্রীর

বান্দরবানের থানচি-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার(২৭ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে হেলিকপ্টারযোগে থানচি উপজেলার বড় মদক এলাকায় পৌঁছেন তিনি। এসময় তার সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ।

পরিদর্শন শেষে বিকেল ৪টা ৫মিনিটে থানচি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তারা।

বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল অলিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। সন্ধ্যায় ঢাকায় প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এখানকার পরিস্থিতি সম্পর্কে জানানো হবে।

এদিকে, থানচির বড়মদক এলাকা পুরোটাই বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে।

বুধবার(২৬ আগস্ট) সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠি ‘আরাকান আর্মির’ সঙ্গে গোলাগুলির পর জেলার থানচি উপজেলার বড়মদক এলাকা শান্ত রয়েছে।