বিশ্ববাজারে তেলের দাম ৬ বছরে সর্বনিম্ন

বিশ্ববাজারে তেলের দাম ৬ বছরে সর্বনিম্ন

অর্থনীতি ডেক্স : বিশ্ববাজারে আবারো কমেছে তেলের দাম। যুক্তরাষ্ট্রে হঠাৎ করেই বিস্ময়করভাবে দাম কমে যাওয়ায় গত সাড়ে ছয় বছরের মধ্যে বিশ্ববাজারে এবারই প্রথম সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে অপরিশোধিত তেল।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল উত্তোলন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, চলতি সপ্তাহে তেলের চাহিদা বিশ্ববাজারে প্রায় নেই বললেই চলে।

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট আগামী সেপ্টেম্বর মাসে বিক্রয়যোগ্য তেলের দাম কমিয়ে ব্যারেলপ্রতি ৪০.৬০ ডলার নির্ধারণ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

২০০৯ সালের মার্চ মাসের পর এটাই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সবচেয়ে কম বিক্রয়মূল্য।

তবে পরে বুধবার দাম কিছুটা বাড়িয়ে ৪০.৮১ ডলার নির্ধারণ করে প্রতিষ্ঠানটি। গত দুই মাসে প্রতিষ্ঠানটি বিক্রয়চুক্তির ৩০ শতাংশ দর হারিয়েছে।

এ ছাড়া আরেকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান- ব্রেন্ট নর্থ সি আগামী অক্টোবর মাসে বিক্রয়যোগ্য তেলের দাম নির্ধারণ করেছে ৪৬.৮১ ডলার। গত মধ্য জানুয়ারির পর এটাই প্রতিষ্ঠানটির নির্ধারিত সবচেয়ে কম দাম। পরে অবশ্য দাম কিছুটা বেড়ে ৪৭.২৪ ডলারে দাঁড়ায়।

মার্কিন সরকারের জ্বালানি বিভাগ জানিয়েছিল যে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুদ দুই কোটি ৬০ লাখ ব্যারেল ছাড়িয়ে গেছে। এরপরই এর প্রভাব পড়তে শুরু করে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওপর।

বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব নেতৃত্বাধীন পেট্রোলিয়াম রপ্তানিকারক সংস্থার (ওপেক) সরবরাহকৃত অপরিশোধিত তেল এখনো বিশ্ববাজারে বিক্রির জন্য পড়ে থাকায় দাম স্থিতিশীল হচ্ছে না।