বিনোদন ডেক্স : সংগীত তারকা বেবী নাজনীনের জন্মদিন আজ রবিবার। রংপুরের মেয়ে বেবী নাজনীনের সংগীত ক্যারিয়ার শুরু শিশু বয়সে। প্রথমে রংপুর বেতার পরে ঢাকা বেতারের তালিকাভুক্ত শিল্পী হন। ক্ল্যাসিক্যাল, রবীন্দ্র, নজরুল, লালন, ফোক এবং আধুনিক-সংগীতের সব ধারায় বিচরণ করা শিল্পী বেবী নাজনীন অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
৫০টি একক অ্যালবামসহ অডিও বাজরে তার রয়েছে চার শতাধিক মিশ্র অ্যালবাম। চলচ্চিত্রেও বেবী নাজনীন গেয়েছেন অনেক গান। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেবী নাজনীন সংগীতে অবদানের জন্য দেশ-বিদেশের অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন।
৫০টি একক অ্যালবামসহ অডিও বাজরে তার রয়েছে চার শতাধিক মিশ্র অ্যালবাম। চলচ্চিত্রেও বেবী নাজনীন গেয়েছেন অনেক গান। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেবী নাজনীন সংগীতে অবদানের জন্য দেশ-বিদেশের অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন।